ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে চুক্তি ছিল নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেডের। এবার সেটি আরও বাড়ল। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের শেষ পর্যন্ত কিউইদের সঙ্গে থাকছেন তিনি। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত বেড়েছে চুক্তি।
প্রথমবার ২০১৮ সালে নিউজিল্যান্ড দলের কোচ হন স্টেড। ২০১৯ বিশ্বকাপে ইংলিশদের সঙ্গে ফাইনাল ম্যাচে লড়াই করেও হারতে হয় তারই অধীনে থাকা দলটিকে। পরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ে স্টেডের। এরইমধ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে কিউইরা।
এছাড়া প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা স্টেডের হাত ধরেই অর্জন করে তারা। একইসঙ্গে ওঠে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও।
ক্রিকেট নিউজিল্যান্ডের দেওয়া বিবৃতিতে বোর্ডের হাই পারফরম্যান্স মহাব্যবস্থাপক ব্রায়ান স্ট্রোনাচ জানান, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চুক্তি বাড়ায় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দলের দায়িত্বেই থাকবেন স্টেড।