চিপসের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার, কারাগারে দোকানি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় তিন বছর আগে শিশু বলৎকারের ঘটনায় মো. জামাল নামে এক দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭- এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জামাল দক্ষিণ পতেঙ্গা এলাকার সফর আলী আটকাঠি বাড়ির মৃত ছালেহ নূরের ছেলে। তিনি ওই এলাকায় মুদি দোকান করতেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের নভেম্বরে দক্ষিণ পতেঙ্গা এলাকায় দোকানে চিপস কিনতে গেলে ওই দোকানি চিপস ও টাকার লোভ দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ১১ বছরের ওই শিশুকে বলাৎকার করে হত্যার হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে ফিরতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে শিশুটি ঘটনার কথা খুলে বলে। এ ঘটনায় তার অভিভাবক বাদী হয়ে থানায় মামলা করে।

পিপি খন্দকার আরিফুল বলেন, মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর (৯) এর ১ ধারা প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষ চিকিৎসকসহ ৬ জনের সাক্ষ্য উপস্থাপন করলেও আসামি কোন সাফাই সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি বলেও জানান তিনি।