চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জ চাষাড়ায় বিক্ষোভ করছে সনাতন জাগরণ মঞ্চ। এর আগে শহরের দেওভোগ এলাকা থেকে মিছিল নিয়ে চাষাড়ায় আসেন তারা।

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০ টার দিকে চাষাড়ার গোল চত্বর ঘেরাও করে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।বিক্ষোভকারীদের আন্দোলনে চাষাড়ার মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে ইসকন নেতা মানিক চন্দ্র সরকার ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন পালের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন।

রাত সাড়ে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ অবস্থান নিয়ে আছে। এ ছাড়াও গোল চত্বরের বিভিন্ন পাশে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা।