চিটাগাং ক্লাবে স্লুকার দ্বৈতে চ্যাম্পিয়ন জাবেদ ও শরীফ 

চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল বারকোড-রিটজি গ্রুপ স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের দ্বৈত স্নুকার ফাইনাল খেলা শনিবার (১০ জুন) রাতে ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।  এতে নুরউদ্দিন জাবেদ ও মো. শরীফ চৌধুরী জুটি ৩-০ গেমে সৈয়দ আরশাদুল হক ও সাইফুল মতিন সোহেল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

খেলাটি উপভোগ করার জন্য চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান এবং স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।