চিটাগাং ক্লাবে শামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন শুরু

চিটাগাং ক্লাব আয়োজিত আলহাজ্ব শামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সিসিএল ব্যাডমিন্টন কোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্টারলেট ফ্যাশন ওয়্যার’র এমডি ইনতেকাবুল আলম।

চীফ হোস্ট হিসেবে বক্তব্য রােখেন চিটাগাং ক্লাব লি. এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)।  স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা, শুভেচ্ছ বক্তব্য রাখেন ব্যাডমিন্টন সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার।

অন্যান্যের মধ্যে সিসিএল নির্বাহী কমিটি মেম্বার মো. জাহিদ সুলতান (টিপু), রফিকুল ইসলাম মিয়া (বাবুল), ব্যাডমিন্টন সাব কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ, প্রমুখ এবং সাবেক কমিটি মেম্বারবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি