চার বছর পর ফের টলিউডে শুভ

দেশে নিজের অবস্থান পাকা করেছেন অনেক আগেই।  এরপর ২০১৯ সালে অভিষেক হয় টলিউডে।  রঞ্জন ঘোষ নির্মিত ‘আহা রে’ সিনেমায় তার অভিনয় প্রশংসাও পেয়েছিল ঢের।  কিন্তু গত কয়েক বছর ধরে ঢালিউডের টানা ব্যস্ততার কারণে কলকাতাগামী হননি।

তিনি আরিফিন শুভ।  চার বছর পর ফের টলিউডে পা রাখছেন।  এবারের ছবি ‘১৯শে এপ্রিল’।  নির্মাণ করছেন গুণী নির্মাতা-অভিনেতা অরিন্দম শীল।  সত্তরের দশকে কলকাতায় ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হবে এটি।

সুরূপা গুহ নামে এক নারীর রহস্যমৃত্যু হয়েছিল।  অনেকের অভিযোগের তীর ছিল তার স্বামী ইন্দ্রনাথ গুহর দিকে।  তবে ছাড়া পেয়ে যান ইন্দ্রনাথ।  শোনা যায়, তৎকালীন সরকারের সঙ্গে তার সুসম্পর্ক থাকার সুবাদে বেঁচে যান তিনি।

যদিও সেই ঘটনার সঙ্গে নিজের কল্পনাও মিশিয়েছেন অরিন্দম শীল।  এসেছে কিছু চরিত্রও।  ছবিতে সুরূপার আঙ্গিকে সাজানো চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা চক্রবর্তী।  আর তার স্বামী তথা ইন্দ্রনাথের আদলে দেখা যাবে আরিফিন শুভকে।  এছাড়া তরুণ অভিনেত্রী সৌরসেনী মৈত্র থাকছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, সুরূপার মৃত্যু হয়েছিল ১৮ এপ্রিল।  সেই রেশ ধরেই ছবির নাম ‘১৯শে এপ্রিল’ রাখা হয়েছে।  সাধারণত সত্য ঘটনায় সিনেমা বানাতে গেলে বিতর্ক, জটিলতা তৈরি হয়।  এ নিয়ে অবশ্য নির্মাতা অরিন্দম শীল ভাবিত নন।  তার ভাষ্য, ‘ঘটনাটি এখনও মীমাংসা হয়নি।  সুতরাং এটা নিয়ে ভাবছি না।  আর সত্যি ঘটনার আদলে কল্পনা দিয়েই গল্পটা সাজিয়েছি।  ফলে এটা নিয়ে কোনও ভয় নেই। ’