চাম্বল ইউনিয়ন চ্যাম্পিয়ন

বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রামের বাঁশখালী জোনের ফাইনাল খেলা শুক্রবার (২৩ জুন) স্থানীয় চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।  ফাইনালে কালীপুর ইউনিয়নকে আনিসের দেয়া একমাত্র গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাম্বল ইউনিয়ন একাদশ।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কালীপুর ইউনিয়ন দলের অধিনায়ক মো. হাসান।  ফাইনাল সেরা হন চাম্বল দলের অধিনায়ক মো. জামাল ভুঁইয়া।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব  মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টটি শুরু হয় গত ১০ জুন।  এতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও  একটি পৌরসভা দল অংশগ্রহণ করে।

এতে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, ইউপি চেয়ারম্যান এডভোকে আ.ন.ম শাহদাত আলম, ও মুজিবুল হক চৌধুরী এবং সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।