চাকরি স্থায়ীকরণের দাবি ডিএপি ফার্টিলাইজারের ১৮১ কর্মচারীর
চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় বিসিআইসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ব সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ১৮১ কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএপিএফসিএল-এ জনবল সংকটের কারণে শূন্য পদের বিপরীতে ২০০৬ সালে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীর সংখ্যা ১৮১ জন। দীর্ঘ ১৬ বছর বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছেন তারা। বর্তমানে অনেকের বয়স ৬০ বছর অতিক্রম করেছে। এ অজুহাতে চাকরিচ্যুত করে তাদের জায়গায় ৪-৫ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হচ্ছে। এই বয়সে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই তাদের। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই শ্রমিকরা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিভিন্ন সময় চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও তা হয়নি। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে ২০১৬ সালের ২৩ জুন ডিএপি ফার্টিলাইজার কোম্পানির ১১৭তম সভায় এই অস্থায়ী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১১৭তম বোর্ড সভার সিদ্ধান্তের পরও বিভিন্ন সময় লোকবল নিয়োগ করা হলেও এই অস্থায়ী নিয়োগপ্রাপ্তদের স্থায়ী নিয়োগ দেয়া হয়নি। গত ৭ আগস্ট এ প্রতিষ্ঠানে ৯৪টি পদে নতুন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে অস্থায়ীদের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। অভিযোগ আছে, এসব পদে নিয়োগ দিতে বিপুল অংকের অর্থ লেনদেন হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাহজালাল। উপস্থিত ছিলেন মো. আরিফ হোসেন, মো. জানে আলম, মো. ইলিয়াস, আরিফ জামিল, টিপু বড়ুয়া, মাঈন উদ্দিন, যদু রাম, রুবেল প্রমুখ।