চাঁদপুরে মোটরসাইকেল চালিয়ে ভিডিও করার সময় সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন– চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন (১৮) এবং আদর্শ মুসলিমপাড়া এলাকার ফজলুল হকের ছেলে অনিম (১৯)। এ ঘটনায় রাহাত (১৬) নামে তাদের আরেক বন্ধু আহত হয়েছেন।
শুক্রবার (১২ মে) বিকেলে চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে শহর থেকে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বেড়াতে যান। সেখান থেকে তারা ফিরে আসার সময় চলন্ত মোটরসাইকেলের ভিডিও ধারণ করেছিলেন তারা। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার রং সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘দুজনের শরীরে অনেক আঘাত ও জখমের চিহ্ন পেয়েছি। এখানে তাদের মৃতই নিয়ে আসা হয়েছে। আমি তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত দেখতে পাই।’
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘আমরা জানতে পেরেছি, বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’