চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে ভাঙচুর ও মারধরের মামলার প্রধান আসামি শাহাবউদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে সিএমপি’র গোয়েন্দা বিভাগ (উত্তর)।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর খুলশীর পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাবউদ্দিন এস জে ট্রেডার্সের মালিক।
ডিবি (উত্তর) বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলী বলেন, ‘তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে আসামি শাহাবকে গ্রেফতার করতে সক্ষম হয়। জসিম উদ্দিন নামের এক স্থানীয়ের শেল্টারে তার বোন জামাইয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন শাহাব। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে।
তিনি বলেন, ‘চসিকের উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো.গোলাম ইয়াজদানীর কক্ষ ভাঙচুর ও মারধারের মামলার শাহাব এক নম্বর আসামি। ঘটনার পর গ্রেফতার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। ঘটনার সঙ্গে সাহাব উদ্দিন সরাসরি জড়িত ছিলেন।
গত ২৯ জানুয়ারি রাতে নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনায় পরপরই ৪ জনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৮ জানুয়ারি বেলা পৌনে ৪টার দিকে নগরের টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রকল্প পরিচালকের ৪১০ নং কক্ষে এই হামলা হয়। এ সময় প্রকল্প পরিচালকের নামফলক, টেবিলের কাচ ভেঙে ফেলেন ঠিকাদাররা।