চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মমতাজ বেগম (৫০) ও জাকির হোসেন (৩৮) নামে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। মমতাজ বেগম, আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে ও জাকির হোসেন কক্সবাজারের ঈদগাঁও থানার মো. হোসেনের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতাল থেকে দুপুরে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হবে।