চমেক হাসপাতালে কিডনি রোগীদের বিক্ষোভ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছে রোগী ও তাদের স্বজনেরা।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কিডনি ডায়ালাইসিস সেন্টারের সামনে বিক্ষোভ করেন তারা।

চমেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিবছরই নির্দিষ্ট হারে ডায়ালাইসিস সেবার ফি বাড়ানোর নিয়ম রয়েছে।  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাড়ে ৬ হাজার জন ডায়ালাইসিস সুবিধা পাবে।  সরকারি নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।

আন্দোলনরত রোগীর স্বজনেরা অভিযোগ করেন, প্রতিমাসে একজন রোগীকে ৮ বার কিডনি ডায়ালাইসিস করতে হয়।  এর মধ্যে দুইবার ২৭৯৫ টাকা করে পরিশোধ করা হয়।  বাকি ৬ বারই ৫১০ টাকা করে পরিশোধ করতে হতো একজন রোগীকে।  এখন দুইবারের পরিবর্তে তা চারবার ডায়ালাইসিস করতে হয়। প্রথম দুইবার কিডনি ডায়ালাইসিসের জন্য ফি বাড়িয়ে করা হয়েছে ২৯৩৫ টাকা।  বাকি চারবারের জন্য করা হয়েছে ৫৩৫ টাকা।