চবির হলে ফল বিতরণে দৃষ্টান্ত—সবার জন্য সমান আমড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলেরশিক্ষার্থীরা হলের গাছ থেকে আমড়া সংগ্রহ করে তা সুষ্ঠু ও সমানভাবে বণ্টনের মাধ্যমে উদাহরণ স্থাপন করেছেন। এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার (১২ জুন) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত হল প্রাঙ্গণের গাছ থেকে আমড়া নামানো হয়। পরে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে গণনা ও বণ্টন করা হয়। এসময় কোনো পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতা দেখা যায়নি, যা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।

জানা গেছে, সোহরাওয়ার্দী হলের মোট ১২০টি রুমে প্রতিটি রুমে সমানভাবে ১২টি করে আমড়া বিতরণ করা হয়েছে। শুধু শিক্ষার্থীরাই নয়, হলের কর্মচারী, ডাইনিং কর্মচারী এবং নিরাপত্তা রক্ষীদের মাঝেও আমড়া ভাগ করে দেওয়া হয়েছে।

হলের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন,”এটি একটি উদাহরণ হয়ে থাকবে। আগে কখনো এমন হয়েছে বলে আমার জানা নাই। ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ নেতারা নিজেরাই সব ভোগ করতো, সাধারণ শিক্ষার্থীরা কিছুই পেত না। সে জায়গায় আমরা এখন সবাইকে নিয়ে মিলেমিশে ভাগাভাগি করেছি। এটা হলের গণতান্ত্রিক সংস্কৃতির একটি সূচনাবিন্দু হতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকুক এবং সব কিছুতেই স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত আসুক। হলে যারা থাকে, হলে যা কিছু আছে—তা সবার জন্যই।”

হলের আরেক শিক্ষার্থী শাহ আলম বলেন, “সবাই মিলে কাজ করেছি, আর সবাই সমান পেয়েছে—এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। হলজুড়ে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।”

সাধারণত হলে ফল বণ্টনের সময় অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠে। তবে এই উদ্যোগে স্বচ্ছতা ও সমতার প্রতিফলন ঘটায় শিক্ষার্থীরা প্রশংসা জানাচ্ছেন।

শিক্ষার্থীদের এমন সচেতনতা ও সহনশীল আচরণ হলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।