চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০

হল দখল

হল দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্ততঃ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে সংঘর্ষের সূত্রপাত হয়।  তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
সংঘর্ষে জড়ানো পক্ষ দুটি হলো- শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)।

জানা গেছে, চবির এ এফ রহমান হলের দেয়ালজুড়ে বিজয় গ্রুপের চিকা মারা হয়েছে বছরখানেক আগে।  হলটিতে বিজয় গ্রুপ একক আধিপত্য বিস্তার করলেও ভিএক্সের অনুসারীরা গত বৃহস্পতি ও শুক্রবার (১ ও ২ ডিসেম্বর) হলের দেওয়ালে চিকা মেরে নিজেদের অবস্থান জানান দেয়।  পরে বিজয়ের অনুসারীরা দেয়ালের চিকা মুছে দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়।  শুক্রবার রাত ১০টার দিকে দুইপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে এ এফ রহমান হলের অর্ধশতাধিক রুম ভাঙচুর করে বিজয়ের নেতা-কর্মীরা।  একজন শিক্ষকের গায়ে হাত তোলেন বিজয়ের এক কর্মী।  এ সময় কর্মরত সাংবাদিকদেরও হত্যার হুমকি দেয়া হয়।  বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের অনুসারীরা মহড়া দেয়।

সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়েছে।  তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

চবি সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম জানান, আমরা দুইপক্ষের নেতাদের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করছি।