চট্টগ্রাম ৩য় বিভাগ ক্রিকেটে টাউন ক্লাব ও সাতকানিয়ার জয়

চট্টগ্রামে সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে বৃহস্পতিবার (২০ জুলাই) অনুষ্ঠিত ২টি খেলার নিষ্পত্তি হয়েঝে।  এতে এমএ আজিজ স্টেডিয়ামে টাউন ক্লাব ২৪ রানে সেবানিকেতন ক্লাবকে এবং মহিলা কমপ্লেক্স মাঠে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ৭২ রানে সিএফসিকে হারিয়েছে।

টাউন ক্লাবের হয়ে সুহাদ এলাইন ৬১ ও তানভীর ২৯ রান করেন।  অতিরিক্ত খাতে আসে ২৩ রান। সেবানিকেতনের সাকিব ২৪ রানে ২ উইকেট নেন।  সেবানিকেতনের ইনিংসে প্রান্ত ম্যাচ সেরা ৭৪ রান করেন ৬চার ও ৫ছক্কার বিনিময়ে।  বাকিদের মধ্যে আসাদ অপরাজিত ২৪, আলম ১৪ ও সাকিব ১২ রান করেন। অতিরিক্ত খাতে ১৩ রান যোগ হয়।  টাউন ক্লাবের প্রলয় ২৯ রানে ৩টি এবং অন্তর ১০ ও সাকিব ১৪ রানে ২টি করে উইকেট নেন।

অপর ম্যাচে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার তন্ময় ৩৪, সাজ্জাদ ৩২, মেহেদি হাসান ১৮, আফফান ১৬, আরাফ ১৩ ও মেহেরাজ অপ: ১০ রান করেন।  অতিরিক্ত খাতে ১৯ রান যোগ হয়। সিএফসি’র সফল বোলার মিসকাত হোসেন ৩৩ রানে ৪ উইকেট নেন।  এছাড়া সাজিদ ২১ রানে ২ উইকেট দখল করেন।  সিএফসি’র পক্ষে মারজুক ৩৫, রকিবুল ১৩ ও জাফরের ১২ রান ছাড়া বাকিদের কেউই দু-অংকের রান করতে পারেনি। অতিরিক্ত হিসেবে আসে ৯ রান।  সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা’র আরাফ ১৯ রানে ৩টি এবং আফফান ৫ ও আরিফ ২১ রানে ২টি করে উইকেট দখল করেন।

সংক্ষিপ্ত স্কোর: টাউন ক্লাব: ১৭৮/৭/৫০ ওভার ও সেবানিকেতন ক্লাব: ১৫৪/১০/৪৭.৩ ওভার এবং সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা: ১৬১/১০/৩৮.৫ ওভার ও সিএফসি: ৮৯/১০/৪১.৩ ওভার।