চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের নেই গতিরোধক, বাড়ছে দুর্ঘটনা

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে কোনো গতিরোধক না থাকায় দ্রুত গতিতে চলছে বাস-ট্রাকসহ নানা যানবাহন। এতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন পথচারীসহ শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে বাড়ছে দুর্ঘটনাও।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী ৩নং সিটি বাসগুলো সড়কের দুপাশে বাসস্টপেজ থাকলেও ইচ্ছেমতো যাত্রী তুলে এবং নামায়। অধিকাংশ বাস পুরোপুরি না থামিয়ে কিংবা সড়কের মাঝখানেই যাত্রীদের নামিয়ে দেয়। এতেও বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২ নং প্রবেশ পথ ও নন্দীরহাট বাজারসহ মহাসড়কের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শিক্ষক আফতাব হোসেন। ২ নং গেইট এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনার পর দায়িত্বশীল কর্তৃপক্ষ গতিরোধক বসিয়েছিল। পরে সড়ক সংস্কার করার জন্য গতিরোধকগুলো উঠিয়ে নেয় সওজ। এরপর নতুন করে আর বসানো হয়নি।

ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। আর এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।

এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত স্থায়ী গতিরোধক বসানো হোক।