চট্টগ্রাম প্রেস ক্লাবের হেলথ ক্যাম্প আগামী মঙ্গলবার (২৫ জুন)। এসপোরিয়া হেলথ কেয়ারের সহযোগিতায় সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।
এতে মেডিসিন ও গ্যাস্ট্রো, মেডিসিন ও বক্ষব্যাধি, কার্ডিওলজি, ডায়াবেটিক এবং হরমোন, নবজাতক এবং শিশুরোগ, গাইনোকোলজি, চর্মরোগ ও অর্থোপেডিক্স স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
আগামীকাল সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে নাম অন্তর্ভুক্তির জন্য ক্লাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।