চট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ’২৩  সোমবার (২৪ জুলাই), বিকাল ৩টায় সিজেকেএস কনভেশন হলে শুরু হয়েছে।  বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে নিয়ম অনুযায়ী পরিচালিত এই দাবা প্রতিযোগিতায় মোট ৪২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় শীর্ষ ২জন দাবাড়ু ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহিলা দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।  প্রথম রাউন্ডের খেলায় লুবাবা, তাসফিয়া প্রিমা সহ মোট ২০ জন দাবাড়ু জয়লাভ করেন।

এই চ্যাম্পিয়নশিপে চীফ আরবিটর হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে রাকিবুল ইসলাম সাচ্চু, আরবিটর হিসেবে নুরুল আমিন ও আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৫.৩০ টায় এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হল এ সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়নশিপ, মহিলা ও ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।