৭ দিন ব্যাপি চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশিপ আগামী ১৪ জুলাই নগরের এমএ আজিজ স্টেডিয়ামে কনভেনশন হলে শুরু হবে। চট্টগ্রাম জেলার স্থায়ী নাগরিক/স্থায়ীভাবে বসবাসরত সকল বয়সের দাবাড়ুরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।
তবে বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার বাইরের কেউ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। টুর্নামেন্টটি ৯ রাউন্ড সুইচ লিগ পদ্ধতি অনুষ্ঠিত হবে।
আগ্রহীদের সোমবার (৩ জুলাই) থেকে আগামী ১২ জুলাই (সকাল ১০টা-দুপুর ১টা, সন্ধ্যা ৬টা-রাত ৮টা) পর্যন্ত ১০০ টাকার বিনিময়ে সিজেকেএস কার্যালয় থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করে নির্ধারিত সময়ে জমা দেয়ার জন্য বলা হয়েছে। টুর্নামেন্ট সেরা ৬ জন খেলোয়াড় জাতীয় দাবায় চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে।