বাংলাদেশ খো খো ফেডারেশন কর্তৃক আয়োজিত ৭ম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা পুরুষ দলের জার্সি উম্মোচন অনুষ্ঠান সোমবার (২৪ জুলাই) বিকাল ৪টায় এম এ আজিজ স্টেডিয়ামে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে দলের জার্সি উম্মোচন করেন সিজেকেএস কোষাধ্যক্ষ ও খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস খো খো কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, যুগ্ম সম্পাদক ও খো খো ফেডারেশনের সদস্য মো: লুৎফুল করিম সোহেল, সিজেকেএস খো খো কমিটির ভাইস চেয়ারম্যান মো: মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দীন, সদস্য হারুন অর রশীদ, জেলা দলের ম্যানেজার জিয়া উদ্দীন আহমেদ তানভীর প্রমুখ।