চট্টগ্রাম জেলা কারাতে দলের রাজধানী যাত্রা

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ ও কাল অনুষ্ঠিতব্য ২৮তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম জেলা দলের ২০ জনের দলটি বৃহস্পতিবার (১৮ মে) সকালে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে।

এ উপলক্ষে সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে জেলা দলের কারাতে খেলোয়াড়, কর্মকর্তা ও কমিটির কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।

এসময় সিজেকেএস কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সম্পাদক দিদারুল আলম মাসুমসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।