চট্টগ্রাম ও মহসিন কলেজ ফাইনালে

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার (২২ জুন) নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে।  উদ্বোধনী খেলায় সরকারি মহসিন কলেজ ১-০ গোলে সরকারি সিটি কলেজকে পরাজিত করেছে।  এছাড়া একই মাঠে অনুষ্ঠিত অপর এক খেলায় চট্টগ্রাম কলেজ টাইব্রেকারে ৩-২ গোলে কমার্স কলেজকে হারিয়েছে।  উল্লেখ্য, জয় পাওয়া ২টি দলই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এর আগে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মালেক।