নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ মো. জামশেদ (২৫) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার জামশেদ কোতোয়ালি থানার সিআরবি এলাকার মালিপাড়ার মো. রফিকের ছেলে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ভোরে তুলাতলী মালিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর।
ওসি বলেন, সিআরবি মালিপাড়া এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া ঘটনার আরশাদ উল্লাহ (৫২) ও মো. সাজিদ (২৭) নামে দুই কারবারি পালিয়ে যায় বলেও জানান তিনি।