আমদানিকৃত ২২০ কনটেইনারবাহী পচা পণ্য ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১১ জানুয়ারি) কাস্টমস, পরিবেশ অধিদপ্তরসহ আটটি সরকারি সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে চট্টগ্রামে নগরের হালিশহর আনন্দবাজার বেড়িবাঁধ এলাকায় এসব পণ্য ধ্বংস করা হচ্ছে। ডাম্পিং স্টেশনটি জনবসতি থেকে দূরে অবস্থান হওয়ায় পরিবেশের ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন বেসরকারি ডিপোতে স্তূপকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে কমলা, আদা, মাছ, মাছের খাবার ও মহিষের মাংস। আমদানীকারক পণ্যগুলো খালাস না করায় কয়েক দফা নিলামে তোলা হয়। নিলামেও ক্রেতা না মেলায় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ধ্বংস করার উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ।
আমদানিকৃত ২২০ কনটেইনারের মধ্যে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ২২টি ও বিভিন্ন বেসরকারি ডিপোতে রয়েছে ১৯৮টি কনটেইনার।