চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি ম্যাচ
বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু সোমবার থেকে
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। বিসিবির ওয়েবসাইটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টিকিট মিলবে শনিবার দুপুর ২টা থেকে। সেই টিকিট বুথে সংগ্রহ করা যাবে রোববার কিংবা সোমবার ম্যাচের দিন। বুথে টিকিট পাওয়া যাবে রোববার সকাল সাড়ে ৯টা থেকে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু সোমবার থেকে। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। সব ম্যাচই শুরু দুপুর ২টায়।
শনিবার (২৫ মার্চ ) এক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য প্রকাশ করে ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজের শুরু থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টিতেও এর ব্যতিক্রম নয়।
বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দু’টি টিকিট সংগ্রহ করতে পারবেন।
আয়ারল্যান্ড সিরিজ উপভোগ করার জন্য সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট কেনা যাবে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।
বিসিবির এখনও টিকিট স্ক্যানার নেই বলে অনলাইন টিকিটের ক্ষেত্রেও পরে বুথ খেকে সশরীরে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের জন্য যথারীতি দুটি বুথ থাকছে চট্টগ্রামে, একটি এমএ আজিজ স্টেডিয়ামে, আরেকটি সাগরিকায় বিটাক মোড়ের কাছে।