চট্টগ্রামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

চট্টগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২০ মে) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ  চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৪ টায় নগরের আন্দরকিল্লা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি, ৫টায় জামালখান এক্সক্লুসিভ করভেনশন হলে আলোচনা সভা, নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন। প্রধান অতিথি থাকবেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রধান বক্তা থাকবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এছাড়া বিশেষ অতিথি থাকবেন প্রফেসর জিনবোধি ভিক্ষু ও সাংবাদিক দেবদুলাল ভৌমিক।

অনুষ্ঠানে সংগঠন সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে সংগঠনের মহানগর সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ অনুরোধ জানিয়েছেন।