চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ‘গুলিবিদ্ধ’ হয়ে এক হকারসহ আহত অন্তত ১৭ জন। সিটি কর্পোরেশনের দাবি, তারা কোনোভাবেই অবৈধ হকারদের ফুটপাত দখল করতে দেবে না। অন্যদিকে হকাররা বলছেন, পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ ক্ষমতার অপব্যহার। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান পুলিশ।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তদারকি কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ফুটপাতে বসা কয়েকজন হকারকে তুলে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে।
জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের ব্যস্ততম নিউমার্কেট-স্টেশন রোডের উভয়পাশ হকারমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু উচ্ছেদের তিনদিন না যেতেই আবারও হকারদের দখলে চলে যায় ফুটপাত। সেই খবরে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করতে যান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা।
ওই সময় ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ায় সেগুলো উচ্ছেদ করে চসিকের গাড়িতে তোলা হচ্ছিল। উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেন হকাররা। পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, হকারদের হামলায় পুুলিশসহ আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের কাছে হামলার ফুটেজ আছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।
এদিকে চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সাভাপতি নুরুল আলম লেদু দৈনিক দেশ বর্তমানকে বলেন, পেটের তাগিদে হকার্সরা রাস্তার পাশে ফুটপাতে ও বিভিন্ন গলিতে দোকান বসায়। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আমাদের তিনজন হকার্স ভাইকে জরিমানা করে। আমরা এর প্রতিবাদ করলে ম্যাজিস্ট্রেটের আদেশে সিটি কর্পোরেশনের নিজস্ব বাহিনী ও পুলিশ আমাদের ওপর হামলা এবং এলোপাথাড়ি লাঠি চার্জ করে। তারা ফুটপাত দখল মুক্ত করে সেই জায়গায় নাকি বাগান করবে। এটা তাদের ফুটপাত দখল করার নতুন পায়তারা। সামনে রমজান মাস, এখন ব্যবসার মৌসুম। তারা এভাবে আমাদের বিতাড়িত করতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও বলেন, আজকে পুলিশের হামলায় আমাদের ৬ জন গুরুত্বর আহত হয়েছেন। এর মধ্যে হকার নাজিম উদ্দিন চোখে গুলিবিদ্ধ হয়ে চক্ষু হাসপাতালে ভর্তি আছেন। আমরা তাদের এমন অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানাই।
তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদেরকে এখান থেকে সরাতে হলে আগে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের এভাবে সরিয়ে দিলে আমরা কোথায় যাব?
এ প্রসঙ্গে সিএমপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমাদের ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের ফোর্স ঘটনাস্থলে আছে। যদি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা হয়, তাহলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
দেশ বর্তমান/এআই