চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের দেড়শ’ নেতাকর্মীর নামে মামলা

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে থেকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দেড়শ’ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে নগরের কোতোয়ালী থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।

তাঁদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের কাজির দেউড়ির নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে ৪ পুলিশ সদস্য আহত ও ১০ নেতাকর্মীকে আটক এবং ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।