চট্টগ্রামের কাজির দেউড়ী এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে মশারি বিতরণ করেছে রংপুর বিভাগ সমিতি। এছাড়াও রংপুর বিভাগ সমিতি চট্টগ্রামের উদ্যোগে ডেঙ্গু জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সচেতনতা মূলক কর্মসূচী পালন করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমিতি কার্যালয়ে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সা. সম্পাদক মো. আবু বক্করের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, শহর সমাজসেবা কার্যালয়-০১ এর সমাজসেবা কমকর্তা মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা ট্রাস্টের ডা. মো. সিরাজুল ইসলাম সুমন।
এ সময় ডা. সিরাজুল ইসলাম বলেন, শহরে দিন দিন এডিস মশার উপদ্রপ বেড়ে যাচ্ছে। শিশুসহ সকল বয়সের মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। বাসা বাড়ী সবসময় পরিস্কার রাখা, নিয়মিত এডিস মশার ডিম্বানু নষ্ট করা, রাত ও দিনে মশারি ব্যবহার করা এবং সতর্কতার সহিত জীবন যাপন করে ডেঙ্গু ভাইরাস হতে মুক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি পরিবারের কোন সদস্য এ ভাইরাসে আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আলোচনা ও মশারি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ন সা. সম্পাদক মো. মোতালেব হোসেন প্রামানিক, মো. মাহমুদ হাসান, অর্থ সম্পাদক প্রকৌ. মো. আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন নয়ন, আইন বিষয়ক সম্পাদক এড. মো. রেজাউল করিম, দপ্তর সম্পদাক মো. শফিকুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল মিয়া।