চট্টগ্রামে সুবর্ণা আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কমিটি

চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডস্থ গোলপাহাড় এলাকায় সুবর্ণা আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর মেহেদীবাগস্থ হাইটস এপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচ তলায় সমিতির সভাপতি আলহাজ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আজিজুল হকের পরিচালনায় সমিতির ১৮তম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভা সাধারণ সম্পাদক আজীজুল হক বিগত বছরের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অর্থ সম্পাদক জাহিদ বিন রহিম বিগত বছরের অডিট রিপোর্ট পেশ করেন। এসময় নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণার মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দেন কমিটির নতুন সাধারণ সম্পাদক জাহিদ বিন রহিম।

নব নির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি আলহাজ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহসভাপতি আলহাজ আনোয়ার আজীম, সহসভাপতি আলহাজ নুর চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ বিন রহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম (মাইকেল), কার্যনির্বাহী সদস্য, অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার, ডা. মোহাম্মদ আব্দুল্লাহ খান, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ সোয়েবুর ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।