চট্টগ্রামে শেষধাপেও কলেজ পায়নি ৮ হাজার ৬৪২ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেও  চট্টগ্রামে শেষ ধাপেও কলেজ জোটেনি আট হাজার ৬৪২ জন শিক্ষার্থীর।  এরমধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েও ৯১ জন শিক্ষার্থী এখনও ভর্তির জন্য কলেজ পায়নি।  একাদশে ভর্তির তৃতীয় ধাপের ফলাফলে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য মোট আবেদনকারী ১ লাখ ২৮ হাজার ৭৬৩ জন। আবেদনকারীদের মধ্য থেকে ১ম ও ২য় তালিকায় মনোনীতদের মাঝে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করে ১ লাখ ১২ হাজার ১১৫ জন। আর গতকাল প্রকাশিত ৩য় ধাপের ফলাফলে মনোনীত হয়েছে ৮ হাজার ৬ জন। সবমিলিয়ে ১ লাখ ২০ হাজার ১২১ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। তবে শেষ ধাপের ফল প্রকাশের পরও চট্টগ্রামের ৮ হাজার ৬৪২ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোন কলেজ পায়নি। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া ৯১ শিক্ষার্থীও ভর্তির জন্য কলেজ পায়নি।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া মোট ১৮ হাজার ৬৮৮ জনের মধ্যে চট্টগ্রাম বোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করে ১৮ হাজার ৯৩ জন। এর মাঝে শেষ ধাপ পর্যন্ত ১৮ হাজার ২ জন ভর্তির জন্য মনোনীত হয়েছে। তবে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েও ৯১ শিক্ষার্থী ভর্তির জন্য তালিকায় কলেজ পায়নি।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক জানিয়েছেন, সর্বোচ্চ দশটি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ থাকলেও প্রথম পর্যায়ের আবেদনে কম সংখ্যক কলেজ পছন্দ দেয়ায় এবং বিশেষ করে শুধু প্রথম সারির কলেজগুলোই পছন্দ দেয়ায় জিপিএ-৫ প্রাপ্ত এসব শিক্ষার্থী কলেজ পায়নি।

তবে মোট আবেদনকারীর তুলনায় এখনও আসন খালি রয়েছে। সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। তবে পছন্দের কলেজ পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।