চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভায় দু’গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের নিচে এই ঘটনা ঘটে।

প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সভা চলার সময় পক্ষে, বিপক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীরা।

ফজলে রাব্বী সুজন বলেন, ‘যুবলীগ একটি বড় সংগঠন। কেন্দ্রীয় নেতারা আসায় অনেক কর্মী জড়ো হয়েছেন। প্রেস ক্লাবের নিচে লিফটের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। বড় কিছু হয়নি। আমি নিজে উপস্থিত ছিলাম।

তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। আর ভুল বোঝাবুঝি হয়েছে জুনিয়র ভাইদের মধ্যে। আমি পরে তা সমাধান করে দিয়েছি।

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মোজাহিদুল ইসলাম বলেন, ‘প্রেস ক্লাবের নিচে যুবলীগের দুপক্ষের মারামারির কথা শুনে আমরা গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সঙ্গে সমন্বয় সভার আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী ১১ নভেম্বর। এ উপলক্ষে যৌথভাবে প্রস্তুতি সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ।