চট্টগ্রামে মেয়র কাপ ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত রিলায়েন্স মেয়র কাপ অনূর্র্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার (৬ জুন) থেকে শুরু হচ্ছে।

নগরের বাকলিয়াস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিটি মেয়র  মো. রেজাউল করিম চৌধুরী।  উদ্বোধনী খেলায় জেডিসি ক্রিকেট একাডেমি ও উদীয়মান ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে।  মোট ১৬টি একাডেমি দল এতে অংশ নিচ্ছে।