চট্টগ্রামে বেপরোয়া গতিতে দুই বাসের সংঘর্ষ, আহত ২

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ওভারটেক করতে গিয়ে দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাশের রিক্সায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় একটি বাস পালিয়ে গেলেও অন্যটি জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাটগড় কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নিলয় খান শাহিন বলেন, ‘ওভারটেকিং করতে গিয়ে একটি বাসের সাথে আরেকটি বাসের সংঘর্ষ ঘটে। এ সময় বাসের পাশে থাকা একটি রিক্সায় ধাক্কা লাগে। রিক্সায় থাকা দুই মহিলা যাত্রী আহত হন। তারা চিকিৎসার জন্য স্থানীয় মমতা ক্লিনিকে গিয়েছেন।’

স্থানীয় বাসিন্দা এনামুল করিম বলেন, ‘এই কাটগড় মোড়ে পুলিশ ফাঁড়ি থাকার পরও ফিটনেসবিহীন, নম্বরপ্লেট বিহীন গাড়ি ইচ্ছেমতো চলাচল করে। মোড়ে পিছনের গাড়িকে যেতে না দেয়ার জন্য গাড়ি বাঁকা করে অযথা যানজট তৈরি করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে একটি বাস জব্দ করেছি। অপর বাসটি পালিয়েছে। দুই যাত্রী আহত হওয়ার খবর শুনেছি। তবে পুলিশ যাওয়ার আগেই তারা চিকিৎসার জন্য ঘটনাস্থল ত্যাগ করেছেন।’