দেশব্যাপী বিএনপি জামাত কর্তৃক নৈরাজ্য ও আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে নগরের দুই নম্বর গেইট মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা তানজিল মাহির নির্দেশনায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তানজিল মাহি বলেন, শেখ হাসিনা যখন দেশ উন্নতি করতে চায়, তখন তারা হরতাল দেয়। শেখ হাসিনা যখন পদ্মা সেতুর উদ্বোধন করতে চায়, তখন তারা চায় গাড়ি ভাঙচুর করতে গাড়িতে আগুন দিতে। যখন শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করতে চায়, তখন তারা চায় পুলিশ ভাইদের হত্যা করতে, দেশের পরিস্থিতি নষ্ট করতে। এই বিএনপি-জামাতের নৈরাজ্য ও আন্দোলনের নামের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনও বাংলাদেশ ছাত্রলীগ মেনে নেবে না।
তাদের প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সবসময় রাজপথে প্রস্তুত।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোহাম্মাদ তুসার , মোহাম্মাদ আসিক, পার্থ বড়ুয়া, নুরুল ইসলাম অন্তর, আশরাফ রাহুল ও নাহিদ শাকিল, রিসাত শাফিন আহামেদ সোহান ,অর্নব, রাসিফ ,রাইসি চৌধুরী,সাহেল সারোওয়ার প্রমুখ।