বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। আগামী ৩মাস তিনি এই দায়িত্ব পালন করবেন। সোমবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলা শাখার এক সভায় এই সিদ্ধান্ত হয়।
বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব কমরেড শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নুরচ্ছাফা ভূঁইয়া, বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়সহ বাম গণতান্ত্রিক জোটের অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিন যাপন করছে দেশের মানুষ। একদিকে বাকস্বাধীনতা রুদ্ধ করতে সরকার দলীয় সংগঠনগুলোর সাথে প্রশাসনিক শক্তি প্রদর্শন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে ক্রমবর্ধমান এই সংকটের ফলে জনগণের সার্বিক অসহায়ত্ব প্রকট হয়ে উঠছে।
দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে দেশকে,অন্যদিকে দূর্ভিক্ষ মোকাবেলায় জনগণকে কৃচ্ছসাধনার কথা বলে এক তামাশায় পরিণত করা হচ্ছে।অব্যাহত জ্বালানি তেল, দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন হতদরিদ্রতায় পর্যবসিত হয়েছে। এমন অবস্থায় আগামী সংসদ নির্বাচনকে নিয়ে নানা কৌশলের আশ্রয় নিয়েছে সরকার। চরম বঞ্চনা ও বৈষম্যের বেড়াজালে নিমজ্জিত সাধারণ মানুষের জীবন ও জীবিকা।
বাম গণতান্ত্রিক জোট দীর্ঘদিন ধরে এই চলমান অপশাসন ও সংকটের বিরুদ্ধে তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিদ্যমান নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন এবং কালো টাকা, পেশিশক্তি, ধর্মের অপব্যবহারমুক্ত সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন ও তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আন্দোলন পরিচালনা করছে।
জোটের নতুন নেতৃত্ব এই সংগ্রামের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এই প্রত্যাশা রেখে নেতৃবৃন্দ সকল স্তরের জনগণকে এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে এবং বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি নির্মাণে একাত্ম হওয়ার আহবান জানান।