চট্টগ্রামে বাজেটের আনন্দ মিছিলে সাবেক ও বর্তমান মন্ত্রীর অনুসারীদের সংঘর্ষ

সদ্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৭ জুন (শুক্রবার) বিকেল ৪টার সময় উপজেলার কাফকো সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৯/১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশ ফাঁকা গুলি ও গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, সদ্য বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক আনন্দমিছিলের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী উভয়পক্ষের নেতাকর্মীরা কাফকো সেন্টারে অবস্থান করেন। অবস্থানের একপর্যায়ে তাঁরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকলে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। ওই সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান, বরুমচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজ উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামীলীগ সদস্য অজিত কুমার নাথ, কাকন, বাবু, যুবলীগ নেতা টিপু, সিএনজির যাত্রী মনিরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী ও চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ উদ্দিন দাবি করেন, আমরা শান্তিপূর্ণভাবে জড় হয়ে মিছিল করছিলাম, এমন সময় আমাদের ওপর ওয়াসিকা সমর্থিতরা হামলা চালায়। বেশ কয়েকজন আহত হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেনিফার বলেন, সংঘর্ষে আহত হয়ে এ পর্যন্ত ৪ জন চিকিৎসারত অবস্থায় আছেন।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।