আড়তে জোগান কম হওয়ায় চট্টগ্রামে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে কাঁচা মরিচের। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোতে পাইকারিতে আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩১০ টাকায়। যদিও খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল সোমবার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরীতে সর্বশেষ গতকাল সন্ধ্যা পর্যন্ত পাইকারি পর্যায়ে ২০০ থেকে ২২০ টাকায় কাঁচা মরিচ বিক্রি হয়েছে। চাহিদা অনুপাতে সরবরাহ কমতে থাকলে রাতে বাড়তে থাকে দাম।
রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়ত, পাইকারি ও খুচরা—তিন ধরনের বাজারও রয়েছে।
রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী বলেন, গত রোববার রাতে মরিচের সরবরাহ বাড়ে বাজারে। ফলে গতকাল দাম কমে যায়। তবে গতকাল রাতে সরবরাহ কমতে থাকায় মোকাম পর্যায়ে দাম বাড়ে। ফলে আজ পাইকারি পর্যায়ে দাম বাড়ে।
জানা গেছে, সাধারণত মাগুরা, বগুড়া ও জামালপুরের মোকামগুলো থেকে চট্টগ্রামের আড়তগুলোয় কাঁচা মরিচ এসে থাকে। খরা, বৃষ্টিসহ ইত্যাদি কারণে কাঁচা মরিচের গাছ নষ্ট হওয়ায় দেশীয় মরিচের সরবরাহ কমে যায়। এ কারণে গত জুন মাসের শুরু থেকে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। গত ২৫ জুন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অনুমতি দেয় সরকার।
এদিকে, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। নগরীতে খুচরা পর্যায়ের বড় বাজর বহদ্দারহাট কাঁচাবাজার।
সেখানকার সবজি বিক্রেতা মো. মনিরুল ইসলাম বলেন, পাইকারি বাজার ঘুরেও পরিমাণমতো কাঁচা মরিচ মিলছে না। খুচরা পর্যায়ে আজ সকাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।