চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান।
তিনি ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন। সেখানে আরও উপস্থিত আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে উৎসবের আমেজে প্রস্তুত পুরো চট্টগ্রাম। বিকালে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভায় যোগ দিতে সকাল থেকেই পোস্টার, ব্যানার হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা। চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে বাস ও ট্রাকযোগে লোকজন সমবেত হচ্ছেন জনসভাস্থলে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভায় দুপুর ১২টায় স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। বেলা ৩টার দিকে সভাস্থলে প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এক ব্রিফ্রিংয়ে বলেছেন, ‘চট্টগ্রাম আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রাম মহানগর জনসমুদ্রে পরিণত হবে।’
তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। সরকারবিরোধীরা অহেতুক নানা ইস্যু নিয়ে রাজনীতির মাঠ অস্থির করে তুলতে চাইছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের গণমানুষের দল, গণতান্ত্রিক দল। আমরা তাদের কিছুতেই দেশকে অস্থিতিশীল করতে দিতে পারি না। পলোগ্রাউন্ডের জনসভা থেকে প্রধানমন্ত্রী জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বক্তব্য দিতে পারেন। ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে ৩০টি প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ জন্য জনসভার মঞ্চের পাশে ভিত্তিফলকগুলো স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে চট্টগ্রামে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান করবেন। দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন। এজন্য ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ তৈরি করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে।
পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জনসভাস্থলসহ আশপাশের এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় দেড়শ’ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পলোগ্রাউন্ডের জনসভায় প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন তা শুনতে মুখিয়ে আছে চট্টগ্রামবাসী।