চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি পাঁচদিনেও অধরা

চট্টগ্রাম আদালতের হাজতখানার সামনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি শামসুল হক (৬০) পাঁচ দিনেও ধরা পড়েনি।  গত ৫ জানুয়ারি বিকেলে তিনি পালিয়ে যান।  আগের দিন ৪ জানুয়ারি এক হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানার পুলিশ।  এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) ও চারজন কনস্টেবলসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয় জেলা পুলিশ কর্তৃপক্ষ।  পাশাপাশি ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।  তবে ৫ জানুয়ারি পালালেও বিষয়টি জানাজানি হয় গত ৯ জানুয়ারি।

এদিকে আদালতে পুলিশি হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।  জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বলেন, ‘হাজতখানার সামনে থেকে মাদক মামলার আসামি পালানোর ঘটনা আমরা তদন্ত করে দেখছি।  ঘটনাটি জেলা ডিবি পুলিশও তদন্ত করছে।  আসামি শামসুল হককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি।’

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘পুলিশি হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় সাত পুলিশ সদস্যকে ঘটনার দিনই প্রত্যাহার করা হয়েছে।  পাশাপাশি একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।  পালিয়ে যাওয়া আসামি শামসুল হককে গ্রেপ্তার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।