চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজারের রাণীর দিঘী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্ঘটনাবশত ওই ব্যক্তি পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, রাণীর দিঘীর মাঝখানে লাশটি ভাসছিল। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি বলেন, ‘লাশটি শক্ত হয়ে গেছে। লাশের গায়ে কোনো ধরণের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্ঘটনাবশত ওই ব্যক্তি পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ স্থানীয়রা কেউ মৃতের পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।