চট্টগ্রামে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

নগরের পতেঙ্গায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে পূর্ব কাঠগড় এলাকায় মুছা কন্ট্রাক্টরের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— নাছির উদ্দীনের মেয়ে রিসবান সালেহ আরিশ (৩) ও তার ভাই নেজাম উদ্দীনের মেয়ে ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩)।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, ‘সকালে খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। পূর্ব কাঠগড়ের তিন তলা মসজিদ এলাকার দুই ভাইয়ের তিন বছর বয়সী দুই ছেলেমেয়ে মারা গেছে। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নৌবাহিনী হাসপাতাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।