চট্টগ্রামে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে এক ব্যক্তি ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে ওই এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মো. সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭)। তারা ধসে পড়া পাহাড়টিতে বসবাস করতেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে ৪ জন আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া বাড়ির ভেতর আটকে পড়া ৪ জনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমএইচএফ