চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় কাটার সময় ধসে পড়া মাটির চাপায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন। নিহতের নাম মো. খোকা (৪৫)। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবর শাহ হাউজিংয়ের কাছে বেলতলী ঘোনায় পাহাড় কেটে দেয়াল তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে। তবে ওখানে কাজ করা আরো কয়েক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি তিনজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর কেউ মাটি চাপায় রয়েছেন কিনা তার জন্য উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, পাহাড় কাটার সময় শ্রমিকদের ওপর মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম বলেন, পাহাড় চাপায় আহত খোকা নামের ৪৫ বছর বয়সী একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পাহাড় কেটে দেয়াল তৈরির সময় মাটি চাপায় একজন মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে হাসাপালে পাঠানো হয়। সেখানে আরও শ্রমিক মাটি চাপা পড়ে থাকতে পারে।