চট্টগ্রামে তিনদিন ব্যাপী পর্যটন মেলায় প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি। ৫ জানুয়ারি চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় শুরু হওয়া মেলা শেষ হয়েছে ৭জানুয়ারি।
‘এয়ার এস্ট্রা চিটাগং ট্রাভেল মার্ট ২০২৩’ শীর্ষক এই পর্যটন মেলাটি আয়োজন করেছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা করছে বেসরকারি খাতের নবীনতম এয়ারলাইন এয়ার এস্ট্রা।
এবারের মেলায় দেশ-বিদেশের ২৪টি প্রতিষ্ঠান ৩০টি স্টলে তাদের পণ্য ও সেবা তুলে ধরেছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর রয়েছে এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সী, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কোম্পানিসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অন্যতম।
মেলায় অংশগ্রহণকারী এয়ার এস্ট্রা মার্কেটিং ডিপার্টমেন্টের আবু হাসনাত মো. রাফী জানান, তাদের প্রতিষ্ঠান এবারের মেলার টাইটেল স্পন্সার। মো হারুনুর রশীদ বাংলাদেশী বংশোদ্ভূত জাপান প্রবাসী এয়ার এস্ট্রা’র চেয়ারম্যান।
এবারে মেলায় দর্শনার্থীদের ভালোই সাড়া পাওয়া গেছে, মানুষের মাঝে আগ্রহ আছে মেলাকে ঘিরে। যারা বিদেশে ভ্রমণ, চিকিৎসা, চাকুরি কিংবা পড়াশোনার কাজে যেতে চাইছে তারা বিশেষত বেশি সাড়া দিচ্ছে।
ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার কোম্পানীর মো. রাকিবুল ইসলাম জানান, মেলায় দর্শণার্থী বা লোক সমাগম ছিল প্রত্যাশার চেয়ে কম। করোনা পূর্ববর্তী মেলায় যে পরিমাণ সাড়া পাওয়া গিয়েছিল তা এবার নেই।
মেলার ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, বাহির থেকে খাবার নিয়ে আসার কিংবা অর্ডার করার কোন সুযোগ ছিল না। যার ফলে তাদের হোটেলের ভেতর থেকে খাবার কিনে খেতে হয়েছে। মেলায় প্রবেশ ও বাহিরে যাওয়ার ক্ষেত্রেও অনেক বেশি বিধিনিষেধ ছিল। এছাড়াও মেলা প্রাঙ্গণে এসি, কফিসপ সহ বেশ কিছু অব্যবস্থাপনার কথাও তিনি তুলে ধরেন।
ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিওনের সাব-ইন্সপেক্টর মো. রিয়াজ আহমেদ জানান, ভ্রমনপিপাসুদের জন্য সবসময় নিরাপত্তা নিশ্চিত করার দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। চট্টগ্রামের পতেঙ্গা, ফয়’স লেক সহ সকল ট্যুরিস্ট স্পটে ভ্রমণ পিয়াসী দর্শনার্থীদের জন্য ট্যুরিস্ট পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।
এছাড়াও এবারের পর্যটন মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন র্যাফেল ড্র এর মাধ্যমে দেশি-বিদেশি গন্তব্যে রিটার্ন এয়ার টিকেট, হোটেল ও রিসোর্টে আবাসন ইত্যাদি আকর্ষণীয় অফার জেতার সুযোগ ছিল।
গত পাঁচ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বেসরকারি বিমনি ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি। মেলা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে প্রায় এক হাজার সাতশত পর্যটন স্পট, রয়েছে বৈচিত্রময় ও সমৃদ্ধ পর্যটন পণ্য।