চট্টগ্রামে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে মো. আব্দুর রৌফ (২৮) নামে এক যুবক আটক হয়েছেন।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম নগরীর ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলাককালীন সময় তাকে আটক করা হয়। আটক মো. আব্দুর রৌফের বাড়ি গাইবান্ধায়। তা বাবার নাম মো. নুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত জানান, শুক্রবার সকালে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন মো. আব্দুর রৌফ নামে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তার প্রবেশপত্র নিরীক্ষণ করে দেখেন এনএসআই সদস্যরা। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়।