চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা ও নিম্নাঞ্চল।  নালা ও খালগুলো পানিতে ভরে গেছে।  এরমধ্যেই হালিশহর এলাকায় নালায় পড়ে ডুবে গেছে ইয়াসিন আরাফাত নামের দুই বছরের এক শিশু।

শিশুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।  শিশুটি বাসার কাছেই ড্রেনে পড়ে যায়।  এখনো পর্যন্ত পাওয়া যায়নি শিশুটিকে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে নগরীর হালিশহরের রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ারের কাছে একটি বড় নালায় শিশুটি পড়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, রাস্তার পাশের নালায় শিশুটি পড়ে তলিয়ে যায়।  খবর পেয়ে একটি দল গিয়ে তল্লাশি চালাচ্ছে।

এর আগে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ শেখ মুজিব রোডে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে তলিয়ে যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া।

প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর নালার আবর্জনা সরিয়ে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।

অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় চট্টগ্রামের নিম্নাঞ্চল।  ক্ষমতার রদবদলে একজনের পর অন্যজন বা নতুনজন আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হয়ে।  কিন্তু জলাবদ্ধতা কাছে যেন হেরে যান তারা।  কত প্রকল্প, বাজেট নির্ধারণ করা হয় এই জলাবদ্ধতা নিরসনে।

কিন্তু, এত প্রকল্প গ্রহণ করার পর মেয়রের বাড়িতেও পানি দেখা গেছে সম্প্রতি।  কখন কবে এই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, মানুষের দুর্ভোগ কমবে তা এখনও চট্টগ্রামবাসীকে জানাতে পারেনি চসিক।