চট্টগ্রামে নতুন ফুটবল রেফারিজ কোর্স শুরু

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের (সিজিএফআরএ) ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটির পরিচালনায় এনএসটি হোল্ডিং লিমিটেড ১৪তম নতুন ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স রবিবার (১১ জুন) শুরু হয়েছে।  প্রধান অতিথি থেকে কোর্সের উদ্বোধন করেন সাবেক মেয়র, সিজিএফআরএ সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রশিক্ষণ কোর্সের চেয়ারম্যান, সাবেক ফুটবলার সাংবাদিক দেবাশিষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এমএসটি হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মো. তানসির তাইমুর মোর্শেদ, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ড. নেসার উদ্দিন আহমেদ মঞ্জু।

প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ও নাজমুল হুদা।  উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, দপ্তর সম্পাদক এ এম এম সৈকত, নির্বাহী সদস্য নুরুল আফসার, শরিফুজ্জামান খান টিপু, গিয়াস উদ্দিন বাবর ও সক্রিয় রেফারিবৃন্দ।

অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা প্রদান করায় সৈয়দ মো. তানসির তাইমুর মোর্শেদ, জিয়াউদ্দিন মাহমুদ, আবু বক্কর সিদ্দিক, হাসান ফয়সাল রিয়াদ, মো. শহিদুল ইসলাম ও কোর্সের সম্পাদক নুরুল আফসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  প্রসঙ্গত, কোর্সে ১০ জন নারীসহ সর্বমোট ৮২জন নতুন রেফারি হওয়ার স্বপ্নে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

 

ক্যাপশন: সিজিএফআরএ’র নতুন রেফারিজ কোর্সের উদ্বোধনকালে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন