চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবক ধরা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। র‍্যাবের দাবি, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় এলজি এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. সালাহ উদ্দিন ওরফে লিটন (৪২)। তিমি হাটহাজারী উপজেলারর খন্দকিয়া বহাদ্দার বাড়ির মৃত কামাল উদ্দিনে ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার লিটনের কাছ থেকে উদ্ধার অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। দীর্ঘদিন যাবত তিনি স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখলের সাথে জড়িত। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে তিনি অস্ত্রে ব্যবহার করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।