চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় হানিফ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়ার হরিণখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহিদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)। আহতরা হলেন- ফোরকান উদ্দিন (২৭), আসিকা (২৫),মোহাম্মদ আরিফ (২২), ইকা মনি (৩), আবুল কালাম (৫২) ও এনামুল হক (২৭), ।

বিষয়টি নিশ্চিত করে ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ হিমাংশু বিকাশ সরকার বলেন, হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।